Thursday, October 2, 2008

মুহূর্ত

একটি বিষন্ন মুহূর্ত থেকে আরেকটি
মুহূর্তের জন্ম হয় দ্রুত।
হাসতে হাসতে কেঁদে ফেলা মানুষ
বদলে নেয়,উল্টে নেয় তার অভ্যাস।
উভমুখী বিক্রিয়ার মত তার হাসি-কান্না
আনন্দ-বিষাদ--- সবই যেন একপশলা বৃষ্টির
মত ঝরে যায়।পরে থাকে
ঘামে ভেজা চেনা গন্ধ।

ঝরে পড়া ম্যাপল পাতার ভিরে, বুদবুদের মত
ভেসে ওঠা শালপাতারা
ঢেকে ফেলে ধুলো-কাদা-মাটি এবং
আকাশের সমস্ত নঋত্র।
দমনপুর ফরেস্টের সীমানা পেরিয়ে
উঠে যাওয়া চাঁদে আচ্ছন্ন হয়ে
থাকে ছাঙে্‌ ভেজা বক্সা পাহাড়।
বক্সা পাহাড়ে নেশা ধরানো চাঁদ,
কালজানির জলে ভেসে থাকা চাঁদ,
এখন বিশ্রাম নেয় আমেরিকার আকাশে।
আটলান্টিকে ভেসে যায় স্মৃতিচিন্হ্‌।
এখন আমার পরিপূর্ন বিশ্রাম ।


২৮ শে সেপ্টেম্বর,২০০৮

No comments: